বড়মহেশখালীতে ফাঁকা গুলিবর্ষণ, জনমনে আতংক! - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০৯-১৩ ১৫:৫৬:২৮

বড়মহেশখালীতে ফাঁকা গুলিবর্ষণ, জনমনে আতংক!

মহেশখালী প্রতিনিধি:images কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়মহেশখালীতে চিহ্নিত সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্য ফাঁকা গুলি বর্ষণ করে জনমনে আতংক সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। ১২ সেপ্টেম্বর বিকালে বড়মহেশখালী ইউনিয়নের মুন্সীর ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে সুত্রের দাবী। সুত্র জানিয়েছে, এলাকার আধিপত্য বিস্তার করে স্থানীয় মেম্বার শফিউল আলমের স্বজন শামশুল আলম, নুরুল আমিন, আলী আকবর ও আনসারসহ আরো একাধিক সন্ত্রাসী প্রকাশ্য স্কুল মাঠে অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। এতে স্থানীয় একটি পক্ষ বাধা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের লক্ষ্যে করে গুলি ছোঁড়ায়। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের খোঁজতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন মাঠে নেমেছে। তবে স্থানীয় মেম্বার শফিউল আলম প্রকাশ সব্বির জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তিনি অস্ত্রধারি অভিযুক্ত সন্ত্রাসীদের ধরতে প্রশাসনের প্রতি দাবী জানান। এনিয়ে মহেশখালী থানার ওসি তদন্ত শফিকুল আলম চৌধুরী জানান, তিনি ছুটিতে আছেন তবে থানার অপারেশন অফিসার এসআই শাওন দাশ জানিয়েছেন, এব্যাপারে অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ