রোহিঙ্গা সমস্যায় প্রভাব নেই : পর্যটকে মুখরিত কক্সবাজার - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-০৯-২৯ ১৮:৫১:৪৩

রোহিঙ্গা সমস্যায় প্রভাব নেই : পর্যটকে মুখরিত কক্সবাজার

PID1525 রোববার পবিত্র আশুরার বন্ধসহ তিনদিন বন্ধ থাকায় কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। শরতের শুভ্র আকাশ, রোদ বৃষ্টির খেলা আর মনমাতানো ঢেউয়ের হাতছানি উপেক্ষা করতে না পেরে দেশ বিদেশের সৌন্দর্য পিপাসু পর্যটক তাই ভিঢ় করেছে পৃথিবীর দীর্ঘতম এ সৈকতে। গতকাল শুক্রবার কক্সবাজারের লাবনী পয়েন্ট, ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী পয়েন্ট, নিউ সী বিচ এলাকা, হিমছড়ি বীচ, ইনানী বীচ প্রভৃতি এলাকা ঘুরে দেখা গেছে প্রত্যেকটি পয়েন্ট পর্যটকের ভারে মুখরিত। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের আনন্দের সাথে তাল মেলাচ্ছেন বড়রা। উখিয়া ও টেকনাফে গত ২৫ আগষ্ট হতে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাগরিকরা আশ্রয় নিলেও সরকারি সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে পর্যটন শিল্পে এ সমস্যার কোন প্রভাব পড়েনি। রোহিঙ্গা বিষয় নিয়ে আগত পর্যটকদের কেউ উদ্বিগ্নও নয়। বরং আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের বর্তমান সরকার প্রদত্ত মানবিক সহায়তা প্রদান ও তাদের পাশে দাঁড়ানোতে তারা সন্তুষ্ট। তারা স্বাভাবিকভাবেই বীচের সৌন্দর্য উপভোগ করছে।
ছবি- প্রতিবেদন-জসিম উদ্দিন ছিদ্দিকী।

আরো সংবাদ