রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি: ১২ জনের মৃতদেহ উদ্ধার - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১০-০৯ ১৩:৫৬:৪২

রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি: ১২ জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: Snapshot---120171009093637টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্টে ‘রোহিঙ্গাবোঝাই’ নৌকাডুবির ঘটনায় ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এসব মৃতদেহ উদ্ধার করা হয়। এতে ৯ জন শিশু, একজন নারী এবং দুই জন পুরুষ রয়েছে বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন। রোববার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার নাফ নদীর গোলারচর পয়েন্টে এ নৌকাডুবির ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল বলে জানান তিনি। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম স্থানীয় জেলেদের বরাত দিয়ে জানান, রোববার রাত ১০টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকার গোলারচর পয়েন্টে মিয়ানমার দিক থেকে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে জীবিত ৮ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, নৌকাটিতে অন্তত ৪০ জনের বেশি নারী, পুরুষ ও শিশু ছিল। গত ২৫ আগস্ট মিয়ানমারে সংঘাতের পর বাংলাদেশে পালিয়ে আসতে গিয়ে নাফ নদী ও বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় এর আগে ১৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ কতজন তার সঠিক সংখ্যা কেউ জানে না।

আরো সংবাদ