মহেশখালীতে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে প্রহার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১০-১০ ১৫:২৮:২৬

মহেশখালীতে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে প্রহার

অা ন ম হাসান:  মহেশখালী : 22414494_1397394637049438_1669350099_nমহেশখালীতে ৩য় শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে বেদম প্রহারের অভিযোগ পাওয়া গেছে। প্রহারের শিকার  ছাত্রীকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ই অক্টোবর সকাল আনুমানিক ১১টার সময়  মহেশখালী  উপজেলার শাপলাপুর ইউনিয়নের  ষাইটমারা দাখিল মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে তথ্যসূত্রে জানা যায়।  বেদম প্রহারের শিকার ১০ বছরের  শিশু তানিয় সুলতানা রিয়া উক্ত মাদ্রাসার ৩য় শ্রেনীর শিক্ষার্থী । খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সকাল ১১টার সময়  মাদ্রাসার শিক্ষক মহি উদ্দিন পার্শ্ববর্তী রুমে ক্লাস করছিল। ৩য় শ্রেণীর শিক্ষার্থীরা পাশের বারান্দায় খেলাধুলা রত অবস্থায় ছিল ৷ এসময় শিক্ষক মহি উদ্দিন উত্তেজিত হয়ে ছাত্রী রিয়া,সায়মা,অাসমা সহ বেশ কয়েকজনকে বেদম প্রহার করে। এক পর্যায়ে রিয়াকে চুল ধরে টানাহেছড়া করে মাটিতে ফেলে দিলে উক্ত শিক্ষার্থী  অজ্ঞান হয়ে পড়ে ৷ শিক্ষার্থীকে অজ্ঞান  অবস্থায় পড়ে থাকতে দেখে একপর্যায়ে  উক্ত শিক্ষক পালিয়ে  যায়। খোঁজ নিয়ে আরো জানা যায়, উক্ত শিক্ষক মহিউদ্দিন চকরিয়া উপজেলার বদরখালীর বাসিন্দা। ঐ শিক্ষকের বিরুদ্ধে এর আগেও  শিক্ষার্থীদের বেদম প্রহারের  অভিযোগ রয়েছে।  এঘটনায় মাদ্রাসার  সুপার নেজাম ঘটনার সত্যতা স্বীকার করে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ডা: ওসমান গনী জানান, শিক্ষার্থী প্রহারের সংবাদ পেয়ে অভিভাবকদের কে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করতে বলা হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ অাবুল কালাম জানান, একটি লিখিত অভিযোগ এসেছে, তদন্ত পূর্বক আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে ৷

আরো সংবাদ