সাংবাদিকতায় অনলাইন প্রশিক্ষণের যাত্রা শুরু - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১০-১২ ১৫:১০:৩১

সাংবাদিকতায় অনলাইন প্রশিক্ষণের যাত্রা শুরু

 

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রতিষ্ঠাকাল  থেকেই দেশের গণমাধ্যমকর্মীদের  পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চালু হয়েছে ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম’ শীর্ষক সাংবাদিকতা বিষয়ক চারটি অনলাইন সার্টিফিকেট কোর্স। দেশ ও  দেশের বাইরের বাংলাভাষাভাষী গণমাধ্যমকর্মী ও সাংবাদিকতা শিক্ষার্থীদের সংশ্লিষ্ঠ বিষয়ে জানাশোনা বৃদ্ধি  ও কর্মদক্ষতা উন্নয়নের জন্য এ অনলাইন সার্টিফিকেট  কোর্সের যাত্রা। পিআইবি ও মাননীয় প্রধানমন্ত্রীর একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে সংবাদকর্মী, সাংবাদিকতার শিক্ষার্থী ও সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন   জার্নালিজম’ শীর্ষক সাংবাদিকতা বিষয়ক এই ই-লার্নিং প্লাটফর্মটিতে অংশ নিয়ে তাঁরা ঘরে বসেই নিজেদের  সাংবাদিকতা বিষয়ক জ্ঞান বৃদ্ধি করতে পারবেন। এই কোর্সগুলোর  মাধ্যমে  দেশের প্রত্যন্ত অঞ্চলের     সংবাদকর্মীরা  যেমন নিজেদের জানাশোনাকে ঝাঁলিয়ে  নেয়ার সুযোগ পাবেন, তেমনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরাও সাংবাদিকতা বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত জনসংযোগ বা যোগাযোগ কর্মীদেরও  কোর্সগুলো থেকে উপকৃত হওয়ার সুযোগ তৈরি হবে।  প্রাথমিকভাবে চারটি  কোর্স  নিয়ে এ আয়োজন যাত্রা শুরু করছে। ভবিষ্যতে সবার চাহিদার বিবেচনায় আরও নতুন নতুন কোর্স খোলার সুযোগ রয়েছে। বাংলাদেশে সাংবাদিকতার শিক্ষাকে অনলাইনের মাধ্যমে সহজে আগ্রহী শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়া, দেশের সাংবাদিকতা শিল্পে চেষ্টা ও চর্চার জায়গা আরও পরিশুদ্ধ, আধুনিক ও যুগোপযোগী করার জন্য ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম’ শীর্ষক সাংবাদিকতা বিষয়ক অভিনব এই ই-লার্নিং কোর্স বাংলাদেশের সাংবাদিকতা পঠনপাঠন ও চর্চার ইতিহাসের অংশ হয়ে থাকবে।

আরো সংবাদ