মহেশখালী পাবলিক লাইব্রেরির বেহাল দশা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১০-১৪ ১৫:৫০:৩৪

মহেশখালী পাবলিক লাইব্রেরির বেহাল দশা

আ ন ম হাসান, মহেশখালী :IMG_20171001_173502 প্রমথ চৌধুরী তার বই পড়া প্রবন্ধে উল্ল্যেখ করেছিলেন, লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কম নয়। দেহের সুস্থতার জন্য হাসপাতালের প্রয়োজন আর মনের সুস্থতার জন্য দরকার লাইব্রেরি। মনের সুস্থতাই শারীরিক সুস্থতা। মনকে সুস্থ রাখার জন্য বই পড়া প্রয়োজন। তার জন্য চাই লাইব্রেরি। শরীর সুরক্ষা যেমন প্রয়োজন, আবার বিকাশ ও তেমনি প্রয়োজন। এজন্য সাহিত্য চর্চা করতে হবে। সেজন্য লাইব্রেরি গড়ে তুলতে হবে। মনের বিকাশের জন্য সাহিত্য চর্চা দরকার। আর এজন্য বই পড়া আবশ্যক। বই পড়ার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার বিকল্প নেই। কালের পরিক্রমায় বিভিন্ন সময় মহেশখালীতে পাব্লিক লাইব্রেরি প্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠা হলেও সময়ের সাথে সাথে তা মিলিয়ে যায় ৷ মহেশখালীর মানুষের কথা চিনÍা করে বিগত ১২ই মে ১৫ খ্রি: তারিখে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনওয়ারুল নাসের পুনরায় উপজেলা পাবলিক লাইব্রেরী চালু করেন ৷ শুরুর দিকে মোটামোটি নিয়মিত চালু থাকলেও সময়ের সাথে সাথে তা হাওয়া হয়ে যায় ৷ এ বিষয়ে উপজেলা প্রশাসনে র্কমরত একজনের কাছে জানতে চাইলে তিনি (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, লোকবল সংকটের কারণে পাব্লিক লাইব্রেরি চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছেনা! পাশাপাশি বৈদ্যুতিক সমস্যা,পানির সমস্যা তো আছেই ৷ তাছাড়া শুরুর দিকে সাধারণ মানুষের আনাগোনা থাকলেও ধীরেধীরে তা কমতে থাকে ৷ যার দরুণ লাইব্রেরি পরিচালনাতে আমাদের আগ্রহ কমে আসে ৷ মহেশখালীর বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, লাইব্রেরি চালু থাকাটা খুবই প্রয়োজন ৷ অনেক ছাত্র ছাত্রী বিকেল বেলায় যদি লাইব্রেরিতে বসে সময় পার করে তাহলে তাদের জ্ঞানের পরিধি আরো বাড়তো পাশাপাশি সমাজে এর একটা ইতিবাচক প্রভাব পড়ত ৷ অনেকেই মনে করেন পাব্লিক লাইব্রেরি যদি কোন সামাজিক সংগঠনের দায়িত্বে দেওয়া হয় তাহলে প্রাণ ফিরে পাবে বলে তারা মনে করেন ৷ সরেজমিনে ঘুরে দেখা যায়, বর্তমানে পাব্লিক লাইব্রেরির অবস্থা খুবই নাজুক ৷ দীর্ঘদিন মানুষের আনাগুনা না থাকায় ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে ৷ লাইব্রেরি পদ্ধতি যদি প্রবর্তন না হতো, তাহলে বোধ হয় সভ্যতা এতদূর এগিয়ে আসতো কিনা তা অনেক মনীষী সংশয় পোষণ করে থাকেন ৷ এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম বলেন, খুব দ্রত সময়ের মধ্যে পাবলিক লাইব্রেরি সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ,অচিরেই তা চালু করা হবে ৷

আরো সংবাদ