৫ বছর পরে কক্সবাজার আসছে খালেদা জিয়া - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১০-২৭ ১৪:০৬:১১

৫ বছর পরে কক্সবাজার আসছে খালেদা জিয়া

নিউজ ডেস্ক : রোহিঙ্গা শিবির পরিদর্শনে আগামীকাল শনিবার চার দিনের সফরে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণ ও ত্রাণ বিতরণ করবেন। কক্সবাজার অভিমুখে খালেদা জিয়ার যাত্রাপথে ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। কুমিল্লা থেকে কক্সবাজার পর্যন্ত কমপক্ষে দুইডজন পয়েন্টে ব্যাপক লোকসমাগম হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। পাঁচ বছর পর চট্টগ্রাম ও কক্সবাজারে বিএনপি প্রধানের এ সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিস্তারিত সফরসূচি জানিয়ে বলেছেন, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে বের হয়ে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন বেগম খালেদা জিয়া। চট্টগ্রামে রাত্রিযাপন করে পরদিন রোববার কক্সবাজারে যাবেন তিনি। সোমবার সকাল ১১টায় উখিয়ায় বালুখালি পানবাজার রোহিঙ্গা ক্যাম্প, বালুখালি-২, হাকিমপাড়া ও ময়নার গুনা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন তিনি। ওই দিন বিকেলে কক্সবাজার হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। মঙ্গলবার সকাল ১০টায় তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। পথিমধ্যে ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন।

আরো সংবাদ