মেদাকচ্ছপিয়া-ফাঁসিয়াখালীতে প্রকৃতি পর্যটন কেন্দ্র - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১০-২৮ ১৯:৩০:১৭

মেদাকচ্ছপিয়া-ফাঁসিয়াখালীতে প্রকৃতি পর্যটন কেন্দ্র

জসিম উদ্দিন সিদ্দিকী,কক্সবাজার:বিশ্ব বিখ্যাত পর্যটন নগরী কক্সবাজারে বিনোদনের নতুন মাত্রায় যোগ হতে যাচ্ছে প্রকৃতি পর্যটন কেন্দ্র। কক্সবাজার বনবিভাগের সহযোগিতায় ইউএসএইড এইড’র রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস এন্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্প এর আওতায় চকরিয়া উপজেলার মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ও ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারন্যতে সদ্য অবস্থিত পর্যটন বিনোদন কেন্দ্র আগামী নভেম্বর মাসে সবার জন্য উন্মক্ত হতে যাচ্ছে। উল্লেখিত প্রকৃতি পর্যটন কেন্দ্রে ইতোমধ্যে পর্যটকদের জন্য নানা রকমারি বিনোদনমুলক কার্যক্রমের পাশাপাশি রাত্রীযাপনের জন্য তৈরী করা হচ্ছে মিনি কটেজ এবং ট্রি হাউজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী নভেম্বরের মধ্যে যাবতীয় বিনোদন কার্যক্রম শেষ হবে বলে আশা প্রকাশ করছেন। ২৮ অক্টোবর দুপুরে মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ও ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারন্যতে ঘুরে দেখা গেছে নানা রকমের বিনোদন স্থান ও কেন্দ্র। হাজারো সুকন্ঠিত পাখি ঢল আর নানা জাতের বন্য পশুর বাসে সৃষ্টি করা হয়েছে প্রকৃতি বিনোদন পর্যটন কেন্দ্র। যা নিজের চোখে না দেখলে উপভোগ করা কঠিন হয়ে পড়বে বিনোদন সেবী মানুষদের।

?????????????

প্রকৃতি পর্যটন বিনোদন কেন্দ্র নিয়ে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকাম) এর উদ্যোগে ২৮ অক্টোবর দুপুরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় নেকাম এর আঞ্চলিক সমন্বয়কারি মোহাম্মদ আলম খান বলেন, কক্সবাজার থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ৪৮ কি.মি. উত্তরে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন ৩টি ব্লক যথাক্রমে ডুলহাজারা ব্লকের ৭১০ একর, রিংভং ব্লকের ১৫১৪ একর ও ফাঁসিয়াখালী ব্লকের ৯৯৩ একরসহ সর্বমোট ৩,২১৭ একর বা ১,৩০২ হেক্টর বনভূমি নিয়ে ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য গঠিত। আর কক্সবাজার জেলা থেকে ৪০ কিলোমিটার উত্তরে চকরিয়া উপজেলাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম ও পূর্ব পার্শ্বে ৩৯৫.৯৩ হেক্টর বনভূমি নিয়ে মেদাকচ্ছাপিয়া জাতীয় উদ্যান অবস্থিত। জাতীয় এই উদ্যানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে তার মধ্যে সেগুন, গর্জন, চাপালিশ, ডুমুর, বহেড়া, অর্জুন, বাশ, বেত, কদম, চাতিম, কাঁঠাল, বন্য আম, জাম, জামরুল ১১০ হেক্টর এলাকায় দীর্ঘমেয়াদী সৃজিত বাগান রয়েছে। তারমধ্যে গর্জন, শাল, সেগুন, তেলসুর, মেহগনি, বহেরা, আমলকি, হরিতকি উল্লেখযোগ। এ অভয়ারণ্যের উত্তরে হাঁসের দীঘি হয়ে লামা-আলীকদম সড়ক, দক্ষিণে দুলাহাজরাছড়া এবং বঙ্গবন্ধু সাফারীপার্ক, পূর্বে বান্দরবান জেলা, পশ্চিমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবস্থিত। এছাড়াও এ উদ্যানগুলোতে রয়েছে নানা পশু-পাখি। তারমধ্যে হাতি, বানর, খাটাশ, কাট বিড়ালী, গুইসাপ, হ্যাজাসাপ এবং পাখির মধ্যে বনমোরগ, ঈগল,সবুজ ঠোট, ফিংগে, চিল, শ্যমা, দোয়েল,বুলবুলি,চাতার, সিন্দুুর পাখি, টিয়া, ময়না, শালিক ইত্যাদি। তিনি আরো বলেন, ল্যান্ডস্কেপ এলাকার উন্নয়নে স্ট্রীপ বনায়ন, সংযোগ সড়ক নির্মাণ, ব্রীজ, কালভার্ট সংস্কার-নির্মাণ, বিশুদ্ধ পানীয় সরবরাহ, সেনিটেশন ব্যবস্থার উন্নয়ন, স্বল্প-মূল্যে উন্নত চুলা স্থাপন, সম্প্রসারণ, ম্যালিরিয়া নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরী হয়ে পড়েছে। এছাড়াও স্থানীয় বন নির্ভর জনগোষ্ঠির বিকল্প আয়ের উৎস সৃষ্টি করাও প্রয়োজন। বর্তমানে প্রকৃতি পর্যটন কেন্দ্রে যাবতীয় কার্যক্রমের অবকাঠামো উন্নয়নসহ পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত নেকামের চকরিয়া উপজেলার সাইট অফিসার মোহাম্মদ আব্দুল কায়ুম, স্থানীয় বিট কর্মকর্তা ও বনকর্মীসহ সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই প্রকৃতি পর্যটন কেন্দ্র গুলো কক্সবাজারসহ দেশব্যাপী মানুষের বিনোদন কেন্দ্রে পরিনত হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।

আরো সংবাদ