এনজিও’র ত্রাণবাহী ট্রাক ফেরত দিলো প্রশাসন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১১-১২ ১৫:০৬:৩১

এনজিও’র ত্রাণবাহী ট্রাক ফেরত দিলো প্রশাসন

জসিম উদ্দিন সিদ্দিকী, কক্সবাজার:

?????????????আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ তৎপরতা নিয়ে দেশি বিদেশী এনজিওদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সহযোগিতা প্রদানের শ্লোগান দিয়ে তারা এই প্রতারণা চালিয়ে আসছে। ১২ নভেম্বর দুপুরে প্ল্যান ইন্টারন্যাশনাল নামে একটি এনজিও রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে আসে। প্ল্যান ইন্টারন্যাশনাল এনজিও’র ২ কর্মকর্তা জেলা প্রশাসনের সহকারি কমিশনার বেগম ফারজানা প্রিয়াংকার কাছে ওই ত্রাণ সামাগ্রী হস্তান্তরের সময় এই প্রতারণা ধরা পড়ে। জেলা প্রশাসনের সহকারি কমিশনার বেগম ফারজানা প্রিয়াংকা দৈনিক সংবাদকে জানান, প্ল্যান ইন্টারন্যাশনাল এনজিওটি দুপুরে ত্রাণবাহী একটি ট্রাক নিয়ে আসছিল। তাদের হিসেব-নিকাশ গরমিল থাকায় ত্রাণবাহী গাড়ীটি ফেরত পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্ল্যান ইন্টারন্যাশনাল এর কর্মকর্তারা প্রতি বক্সে ৩ হাজার টাকার ত্রাণ সামাগ্রীর হিসাব দেখিয়েছে। কিন্তু বাস্তবে ওই বক্সে ১ হাজার টাকার ত্রাণ সামাগ্রী হবে কি না সন্দেহ। তাই ত্রাণবাহী ট্রাকটি ফেরত পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ধরণের আরো অনেক এনজিও রয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন।
জেলা প্রশাসন সুত্রে জানাগেছে, বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকারের নামে ১১৩ টি দেশি ও বিদেশীয় এনজিও রোহিঙ্গা শিবিরে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে একাধিক এনজি’র বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ রয়েছে।

আরো সংবাদ