মহেশখালী-বাকঁখালী নৌ-রুটে নদী খনন কাজ উদ্বোধন - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১১-১৭ ১২:৫৪:২৮

মহেশখালী-বাকঁখালী নৌ-রুটে নদী খনন কাজ উদ্বোধন

আনম হাসান মহেশখালী: Moesh khali picমহেশখালী জেটিঘাটের সাথে ফেরী সার্ভিস চালু করার লক্ষে বাঁকখালী নৌ রুটের খাল খনন কাজের আনুষ্টানিক উদ্বোধন হয়েছে। ১৭ নভেম্বর সকাল ১১টার দিকে মহেশখালী ডিজিটাল আইল্যান্ড ভবন মাঠে এই খনন কাজের উদ্বোধন হয়। উক্ত উদ্ধোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বিএসহ প্রমুখ। অনুষ্টানে বক্তরা বলেন, কক্সবাজারের আপময় জনতার দাবী আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্ব পূরণ হতে যাচ্ছে। মহেশখালী জেটি ঘাট হয়ে সরাসরি ফেরী সার্ভিসের মাধ্যমে মহেশখালী থেকে কক্সবাজার তথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে এ অঞ্চলের মানুষ। আদিকাল থেকে মহেশখালীতে বসবাসরত জনগোষ্টির প্রধান সমস্যা ছিল মহেশখালী জেটিঘাট সংলগ্ন স্থানে পলি মাটি দিয়ে ভরাট হয়ে যাওয়া খালটি। ফলে ভাটার সময় হাঁটু পানিতে নেমে কাদা মাটি মাড়িয়ে যাত্রীদের পার হতে হতো৷ আজ অবশেষে স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়রের প্রতিশ্রুতি মোতাবেক এই খাল খনন কাজের শুভ সূচনা হয়েছে। পরবর্তীতে এতদঞ্চলের জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে ফেরি সার্ভিস চালু করা হবে৷বক্তরা আরো বলেন, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ১২০ ফিট চওড়া ১.৭৫ কিলোমিটার প্রস্থ মাঠির নীচে তলদেশে ১২০ ফুট, উপরে ২০০ ফুট, ভাটার সময় উচ্চতা ১০ফুট, জোয়ারের সময় ২০ফুট ব্যবহার উপযোগি হিসাবে গড়ে তোলা হবে মহেশখালী-বাকঁখালী নদী ড্রেজিং ব্যবস্থা।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি বিভীষন কান্তি দাশের পরিচালনায় উদ্বোধনী সভায় কোরআন তেলওয়াত করেন গোরকঘাটা মাদ্রাসার শিক্ষক ক্বারী কামাল উদ্দীন৷আরো বক্তব্য রাখেন, চেয়ারম্যান মোশারফ হোসেন, চেয়ারম্যান মাষ্টার মাহামদুল্লাহ, নুরুল হক চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু ছিদ্দিক, প্রভাষক মোস্তফা কামাল সোহাগ, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ন আহবায়ক এড.শেখ কামাল, জিল্লুর রহমান মিন্টু মেম্বার, জেলা ছাত্রলীগ নেতা আশহাদুল্লাহ সায়েম, জাতীয় শ্রমিক লীগ হোয়ানক ইউনিয়ন সভাপতি এস এম জাকির হোসেনসহ ওয়ার্ড ইউনিয়ন পৌর আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধ।

আরো সংবাদ