কক্সবাজারে ৮০ হাজার ৩৩৯ জন পাচ্ছেন স্মার্ট কার্ড - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১১-৩০ ১১:২১:৩৭

কক্সবাজারে ৮০ হাজার ৩৩৯ জন পাচ্ছেন স্মার্ট কার্ড

জসিম উদ্দিন সিদ্দিকী:Smart-Card20150601194224আজ কক্সবাজার পৌরসভায় ৮০ হাজার ৩৩৯ জনে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)। ১ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান কক্সবাজার মডেল হাইস্কুলে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্ড বিতরণ কার্যক্রম চলবে। সেখানে ভোটারদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়া হবে। একজনের পরিচয়পত্র অন্য কাউকে দেয়া হবে না । বিষয়টি কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা জানান, স্মার্ট কার্ড সংগ্রহের ক্ষেত্রে যাদের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র আছে তাদের পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। জাতীয় পচিয়পত্রের মূল কপি না থাকলে থানায় জিডি করে জিডির কপি এবং ৩৪৫ টাকা সোনালী ব্যাংকে জমা স্লিপ দিতে হবে। যারা এখনও জাতীয় পরিচয়পত্র পাননি তাদের ক্ষেত্রে নিবন্ধন স্লিপ প্রয়োজন হবে। যাদের নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে জিডির কপি সঙ্গে আনতে হবে। নির্দিষ্ট সময় ও তারিখ অনুযায়ী বিতরণ কেন্দ্রে উপস্থিত হতে হবে। কক্সবাজার পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচি জেলা নির্বাচন কার্যালয়ের নোটিশ বোর্ডে দেয়া হয়েছে। কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, এবার কক্সবাজার পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড দেয়া হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে জেলার অন্যান্য স্থানের ভোটাররাও এ পরিচয়পত্র পাবেন। উপজেলা পর্যায়ে বিতরণের সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে। আজ ১ ডিসেম্বর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোট ৩ হাজার ৬৩৭ জন পুরুষ ভোটারকে এ পরিচয়পত্র দেয়া হবে। ২ ডিেেসম্বর দেয়া হবে একই ওয়ার্ডের ৩ হাজার ৭৪৫ জন নারী ভোটারকে। ৩ ডিসেম্বর স্মার্ট কার্ড পাবেন ২ নম্বর ওয়ার্ডের ৪ হাজার ৭৫ জন পুরুষ ভোটার। ৪ ডিসেম্বর পাবেন একই ওয়ার্ডের ৩ হাজার ৫২০ জন নারী ভোটার। ৫ ডিসেম্বর ৩ নম্বর ওয়ার্ডের ৩৯৩ জন পুরুষ ভোটারকে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। ওইদিন একই ওয়ার্ডের ২ হাজার ১৩ জন নারী ভোটারকে পরিচয়পত্র দেয়া হবে। এভাবে পর্যাক্রমে কক্সবাজার পৌরসভার সকল ভোটারকে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা নির্বাচন অফিস।

আরো সংবাদ