আন্তর্জাতিক দূনীতিবিরোধী দিবস পালিত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১২-০৯ ১৪:১১:৩৮

আন্তর্জাতিক দূনীতিবিরোধী দিবস পালিত

জসিম উদ্দিন সিদ্দিকী, কক্সবাজার :cox dornati picকক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” শ্লোগানকে ধারণ করে কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন কক্সবাজার সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। এরপর জেলা প্রশসানের প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালীতে প্রতিটি সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। র‌্যালীটি প্রশাসকের প্রাঙ্গণে গিয়ে দুর্নীতি বিরোধী গণ-স্বাক্ষরে অংশগ্রহণ করেন সবাই।

সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপত্বিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অব:) ফোরকান আহমদ ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক।

উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি দেশে সরকারিভাবে এবারই প্রথম পালিত হয়েছে। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। দুর্নীতি দমন কমিশন ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। দুর্নীতি দমন কমিশন প্রতিবছর দিবসটি পালন করলেও দেশে সরকারিভাবে দিবসটি পালিত হতো না। দুদকের আবেদনের ভিত্তিতে সরকার এবার দিবসটি পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

আরো সংবাদ