টেকনাফে ২ লাখ ১৫ হাজার টাকায় পোয়া মাছ বিক্রি - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৭-১২-২৪ ১৫:০৮:০৯

টেকনাফে ২ লাখ ১৫ হাজার টাকায় পোয়া মাছ বিক্রি

জসিম উদ্দিন সিদ্দিকী,কক্সবাজার: pic 24কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে বঙ্গোপসাগরের উপকূলে টানা জালে একটি বড় পোয়া মাছ ধরা পড়েছে। ২৪ ডিসেম্বর সকালে শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার বাসিন্দা রহিম উল্লাহর টানা জালে আনুমানিক ৪২ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ ধরা পড়ে। মাছটি বিক্রি করা হয় ২ লাখ ১৫ হাজার টাকায় । জালের মালিক রহিম উল্লাহ জানান প্রতিদিনের ২৪ ডিসেম্বর ভোর ৪টার সময় ২৪ জনের একটি জেলের দল নিয়ে বঙ্গোপসাগরের মাছ শিকারে যায়। সাগরে জাল ফেলার ২ ঘন্টা পর জেলেরা জাল টানা শুরু করলে ভোর ৬টার সময় জালে একটি বড় কালো পোয়া মাছ আটকা পড়ে। তবে এত বড় মাছ আমার জালে আগে আটকা পড়ে নাই। মাছটি পেয়ে জেলেরা খুবই খুশি হয়েছে। জালে একটি বড় আকারের পোয়া মাছ আটকা পড়তে শুনে অনেক মাছ ব্যবসায়ী চরে চলে আসে। মাছটি বিক্রি বিক্রি করার জন্য ২ লক্ষ ২০ হাজার টাকা দাম দিলাম । পরে শাহ পরীর দ্বীপের মাছ ব্যবসায়ী সোলতান আহম্মদকে ১ লক্ষ ৯০ হাজার টাকায় মাছটি বিক্রি করি। চরে বিক্রি না করে অন্য কোথাও বিক্রি করলে আরো বেশি দাম পেতাম । এখন যে দাম পেয়েছি তাতেও আমরা সবাই খুশি।

আরো সংবাদ