আজ থেকে সরকারের পতনের দিন শুরু - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০১-০২ ১২:০২:৫৩

আজ থেকে সরকারের পতনের দিন শুরু

ডেস্ক নিউজ:4dbc18292c3192421c078a5e8dfe89f2-5a4b62e0b9601 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ থেকে এ সরকারের পতনের দিন শুরু হলো। বিএনপিসহ দলের অঙ্গ সংগঠনগুলো আজ থেকে সামনে এগিয়ে যাবে। কেউ আর পিছিয়ে পড়বে না।’ ২ জানুয়ারি বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের চত্বরে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে অভিযোগের সুরে বিএনপির মহাসচিবের ভাষ্য, ‘সরকার দেশটাকে শেষ করে দিয়েছে। তারা ব্যাংক ও বাজার লুটপাট করায় ধ্বংস হয়ে গেছে দেশের অর্থনীতি।’

সমাবেশটি মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভেন্যুর ফটকে তালা দেওয়া হয় সকালে। সেই তালা খোলেনি। এ কারণে সামনের চত্বরেই সমাবেশের প্রস্তুতি নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখেন, ‘কার ইঙ্গিতে ছাত্রদলের আজকের সমাবেশ পণ্ড করতে চেয়েছিলেন? এই সমাবেশ কার ইঙ্গিতে বানচালের চেষ্টা করা হয়েছে?’

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেছেন, ‘এই দল হলো সেই দল, যারা অন্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছে।’

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘২০১৮ হবে গণতন্ত্র ফিরিয়ে আনার বছর। ছাত্রদলের সব নেতাকর্মীকে শপথ নিতে হবে এই বলে— এই বছর হচ্ছে কঠিন বছর। গণতন্ত্র উদ্ধারের বছর।’

সরেজমিন দেখা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন চত্বরে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়ে মিছিল ও স্লোগান দিচ্ছেন। একটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি ও ছাত্রদল নেতারা।

ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারি বলেন, ‘আমরা গতকাল (সোমবার) রাত থেকেই সমাবেশের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আজ সকাল ৯টায় সমাবেশ স্থলের এক কর্মকর্তা ফোন করে জানান, শাহবাগ থানার অনুমতি পেলে মিলনায়তনের গেট খোলা হবে। সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বৈরাচার মনোভাব দেখিয়ে আমাদের সমাবেশে বাধা দিচ্ছে।’

আরো সংবাদ