শৈত্যপ্রবাহ শুক্রবারও অব্যাহত থাকতে পারে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০১-০৪ ০৬:২৮:৫৩

শৈত্যপ্রবাহ শুক্রবারও অব্যাহত থাকতে পারে

অনলাইন ডেস্ক:দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ শুক্রবারও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, শ্রীমঙ্গল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও সংলগ্ন এলাকায় বিস্তার লাভ করতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝরি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেও আবহাওয়ার অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়।13437787605709948344kk_uniliver

আরো সংবাদ