বেগম জিয়ার রায়কে ঘিরে পর্যটক শূন্য - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০২-০৯ ০৬:৪৮:৫০

বেগম জিয়ার রায়কে ঘিরে পর্যটক শূন্য

ফাইল ছবি…জসিম উদ্দিন সিদ্দিকী, কক্সবাজার:file pic cox দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে ঘিরে গতকাল থেকে পর্যটক শূন্য হয়ে পড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। ব্যবসায়ীরা বলছেন, আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে কক্সবাজার ছেড়েছেন পর্যটকরা। এতে পর্যটন মৌসুমে লোকসানে পড়েছেন তারা। তবে, আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
নভেম্বর থেকে কক্সবাজারে পর্যটন মৌসুম শুরু হয়। যা চলবে আগামী এপ্রিল মাস পর্যন্ত। সে হিসেবে প্রতিদিনই কম বেশি পর্যটকে ভরপুর থাকে পর্যটন নগরী কক্সবাজারে। কিন্তু হঠাৎ করে খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে এখন পর্যটক শূন্য কক্সবাজার সৈকত। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করায় কক্সবাজার ছেড়েছেন পর্যটকরা। আর এতে খালি হয়ে গেছে হোটেল-মোটেল গেস্ট হাউস ও কটেজগুলো। এছাড়া আগাম বুকিং বাতিল হয়েছে ৫০ শতাংশ। পর্যটন মৌসুমে হঠাৎ করে আশাতীতভাবে পর্যটক শূন্য হয়ে পড়ায় ব্যবসায়ীরা লোকসানের মূখে পড়বে বলে মনে করছেন হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির নেতারা। হোটেল রেইন ভিউ রিসোর্টের মালিক মোহাম্মদ মকিম খান বলেন, এ মুহূর্তে জানামতে ৫ হাজারের বেশি পর্যটক কক্সবাজারে নেই। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ভয় আর আতংকে এ অবস্থা সৃষ্টি হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘ফাইভস্টার হোটেলগুলোতে দেশি ও বিদেশি পর্যটকদের সুরক্ষায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বীচে করা নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরো বলেন পর্যটকদের কথা চিন্তা করে কক্সবাজারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে, পর্যটন মৌসুমে ছুটির দিনগুলোতে প্রতিদিনই কক্সবাজারে ভ্রমণে আসেন লক্ষাধিক পর্যটক।5a6b44e31077c

আরো সংবাদ