রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে আছে যুক্তরাজ্য - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০২-১১ ১১:৪৪:০৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে আছে যুক্তরাজ্য

জসিম উদ্দিন সিদ্দিকী:Batrith minister from cox ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য। রোহিঙ্গারা যাতে নিরাপদে তাদের অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে এবং রাখাইনে অবাধে চলাফেরা করতে পারে সেটাই আমাদের প্রত্যাশা। রোহিঙ্গা ইস্যূতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে বলেও তিনি জানান। ১০ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর পৌনে ১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান বরিস জনসন। পরে সড়ক পথে দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে যান। সেখানে নতুন করে আসা নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে তিনি কথা বলেন। এরপর উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর হাসপাতাল পরিদর্শন করেন। পরে তিনি উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্প ও ইউএনএইচসিআরসহ বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে এইএনএফপিএ পরিচালিত শিশু বান্ধব কেন্দ্রে শিশুদের সঙ্গে কথা বলেন। ওই সময় রোহিঙ্গা শিশুদের সঙ্গে তিনি কিছু সময় কাটান। এসময় তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চৌধুরী ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্ল্যাকসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তা ও দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে তিনি উখিয়া থেকে কক্সবাজার পৌঁছে ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রসঙ্গত, মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শুনতে এবং পরিস্থিতি দেখতে ৯ ফেব্রুয়ারি ২ দিনের সফরে বাংলাদেশে আসেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সফর শেষে তার মিয়ানমার ও থাইল্যান্ড সফরের কথা রয়েছে।5a6b44e31077c

আরো সংবাদ