বিএনপি ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট-সেতুমন্ত্রী - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০২-১২ ১৩:১৫:৩৩

বিএনপি ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট-সেতুমন্ত্রী

কক্সবাজার:uk kader pic-2 বিএনপি ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিকে একটি লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি করেছেন বেগম খালেদা জিয়া ও তাঁর সন্তান।
মা দুর্নীতির দায়ে সাজা পেয়ে কারান্তরীণ হয়েছেন। আর সেই কারাগারকে তাঁর গুলশানের বাড়ি বলে মনে করছেন দলের অনেকে। নিয়মানুসারে তাঁকে সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এরপরও দলের ভেতরে একেক জন একেক রকম কথা বলছেন।
১২ ফেব্রুয়ারী দুপুরে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে শহীদ এটিএম জাফর স্মরণে স্মৃতি তোরণ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি দুর্নীতিবাজদের রক্ষা করতে রাতারাতি গঠনতন্ত্রের ৭ম ধারা বাতিল করেছে। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির দলের প্রধানের দায়িত্ব নেয়া বড়ই লজ্জার। যে ব্যক্তি ভিনদেশে নিজ দেশের দূতাবাসে হামলার ইন্ধন দিতে পারে তার ভেতর কখনো দেশপ্রেম আশা করা যায় না। দেশের আইনশৃংখলা বাহিনী তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে। যথা সম্ভব সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, কক্সবাজারের উখিয়ার এটিএম জাফর আলম ১৯৭১ সালের ২৫ মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক ইকবাল হলে (বর্তমান জহুরুল হক হল) পাকিস্তানী হানাদারদের প্রতিহত করতে গিয়ে শহীদ হন। তার স্মৃতির সম্মানে সড়ক বিভাগ ২২ লাখ টাকা ব্যয়ে তোরণটি নির্মাণ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংসদ আবদুর রহমান বদি, সাংসদ সাইমুম সরওযার কমল, আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
উদ্বোধন শেষে মন্ত্রী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প রেজি: ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে বৈঠক শেষে ফেরার পথে বিকালে উখিয়া কোটবাজারে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।8cbbd37a624b7bbd9e5d85ca98733c4b

আরো সংবাদ