সড়ক দুর্ঘটনায় এনবিআর কমিশনারের বধু নিহত - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০২-১৫ ২০:০৫:১১

সড়ক দুর্ঘটনায় এনবিআর কমিশনারের বধু নিহত

জসিম সিদ্দিকী:image-18022কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাইক্রো বাসের ধাক্কায় এনবিআর কমিশনার নববধু নিহত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিক্সার চালকসহ ২ জন আহত হয়েছে। নিহত শাম্মী ঢাকাস্থ এনবিআর অফিসের সহকারী কাস্টমস কমিশনারের নববিবাহিতা স্ত্রী। ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
জানাগেছে, ঢাকাস্থ এনবিআর অফিসের সহকারী কাস্টমস কমিশনার এইচএম আহসানুল কবির ও তার নববিবাহিতা স্ত্রী শাম্মী খানম তানিয়া ঢাকা থেকে ইউএস বাংলার পৌনে ১২টার ফ্লাইটে করে কক্সবাজার ভ্রমণে আসে। রেজুর খাল সংলগ্ন হোটেল মারমেইড ইকো রিসোর্টে ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে যাচ্ছিল এই পর্যটক দম্পতি। পথিমধ্যে হিমছড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস অটোরিক্সাটিকে ধাক্কা দিলে মারাত্মক আহত হয় স্ত্রী শাম্মী খানম তানিয়া। দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে নিহতের স্বামী আহসানুল কবিরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে। তারা থাকেন ঢাকার জিগাতলা। বর্তমানে তানিয়ার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি রামু থানা পুলিশ তদন্ত করছে।8cbbd37a624b7bbd9e5d85ca98733c4b

আরো সংবাদ