আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার বিকল্প নেই - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৩-১১ ১৬:৪১:৩০

আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার বিকল্প নেই

বার্তা পরিবেশক:29102009_1868092176815260_6515423542165635072_o বর্তমান সরকার আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিশু শিক্ষা শতভাগ নিশ্চিত করতে নানা ধরণের উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারবাহিকতায় কক্সবাজার শহরে দ্বীনি শিশু শিক্ষার জন্য ইসলামিক আদর্শ একাডেমীর মত প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি কোমলমতি শিশুদের খেলাধুলা ও শারীরিক অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি আরও বলেন, উক্ত এলাকায় এই ধরণের একটি সুন্দর কোমলমতি দ্বীনি শিশু শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করায় একাডেমী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ৮ মার্চ সকালে কক্সবাজার শহরের ব্যতিক্রমধর্মী দ্বীনি শিশু শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক আদর্শ একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান চেয়ারম্যান এসব কথা বলেন। একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জাফর সাদেক এর সভাপতিত্বে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন একাডেমীর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলম। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা নুরুল হক।
উক্ত পুরস্কার বিতরণী অুনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনজুমন নাহার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব জিএম আশেক উল্লাহ, এস্তাক আহমদ, একাডেমীর অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, গনসংযোগ পত্রিকার সহ সম্পাদক সাইমুন আমিন ও আলমগীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেজাউল করিম, হাফেজ আনছারুল করিম,একাডেমীর সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, মাওলানা মনছুর আলম, গিয়াস উদ্দিন, কফিল বিন আমির ও শিক্ষিকা জেসমিন আক্তারসহ প্রমূখ। 29104108_1868094096815068_7502524300868452352_nঅনুষ্টান শেষে বিজীয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বশেষে একাডেমীর সভাপতি মাওলানা জাফর সাদেক সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।5a97f83a329be

আরো সংবাদ