স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে খালেদা জিয়া - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৪-০৭ ২০:১০:৫১

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে কড়া প্রহরায় তাকে কারাগারে ফিরিয়ে নেয় পুলিশ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএসএমএমইউতে খালেদা জিয়ার প্রয়োজনীয় সব স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয় সাবেক এ প্রধানমন্ত্রীকে। বেলা সোয়া ১১টায় কালো রঙের একটি গাড়িতে করে নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে খালেদা জিয়াকে বের করা হয়। এ সময় তাকে বহনকারী গাড়িটির পাহারায় ছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হুইল চেয়ারের ব্যবস্থা থাকলেও খালেদা জিয়া পায়ে হেঁটেই হাসপাতালে প্রবেশ করেন। তাকে কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিনে নেওয়া হয়। সেখানে খালেদা জিয়ার এক্সরে করা হয়। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় বেগম খালেদা জিয়ার। এরপর থেকে তিনি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে বন্দী রয়েছেন। এর আগেও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। এতে ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক মো. শামসুজ্জামানকে প্রধান করে ডা. মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন) সদস্য রাখা হয়। এই মেডিকেল বোর্ড গত সপ্তাহে কারাগারে বিএনপি চেয়ারপারসনকে দেখে এসে জানিয়েছিল, তার অসুস্থতা গুরুতর নয়। তবে বিএনপির নেতারা বারবার দাবি করে আসছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ।

আরো সংবাদ