সূর্যাস্ত উপভোগ করতে সৈকতে লাখো পর্যটক - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৪-১৪ ০৭:৪৬:১৬

সূর্যাস্ত উপভোগ করতে সৈকতে লাখো পর্যটক

COX-BOISHAKH-.doc.jpg-1.jpgবাংলা বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে লাখো পর্যটকের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। গতকাল বিকেলে সৈকতে আসতে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা।  সৈকতের ১০টি পয়েন্টে লাখো পর্যটক বিদায় জানায় বছরের শেষ সূর্যাস্তকে। আর তারা প্রত্যাশা করেন পুরাতন বছরের সমস্ত জরা ও গ্লানি ভুলে গিয়ে সুখ, শান্তি, সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়নশীল বাংলাদেশ। এদিকে লাখো পর্যটকের আগমনকে কেন্দ্র সমুদ্র সৈকত ও পর্যটন স্পটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার থেকে প্রতিদিন লক্ষাধিক পর্যটক কক্সবাজারে আসছে। বিশেষ করে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আরও বেশি পর্যটক আসা শুরু করেছে। সমুদ্র সৈকতে পর্যটকদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত পরিশ্রম করছেন ট্যুরিস্ট পুলিশ। সাদা পোশাকের পাশাপাশি বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করছেন।

 

আরো সংবাদ