টি-টোয়েন্টি বিশ্বকাপ-সরাসরি খেলবে বাংলাদেশ! - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৪-২১ ০৪:৪৫:১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ-সরাসরি খেলবে বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক: ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে থাকা ১০টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দশ নম্বরে রয়েছে বাংলাদেশ। নয় নম্বরে থাকা আফগানিস্তানের সঙ্গে ব্যবধান দশ রেটিং পয়েন্ট। বাংলাদেশের অর্জন ৭৭, আফগানিস্তানের ৮৮ রেটিং পয়েন্ট। এগারো নম্বরে থাকা স্কটল্যান্ডের অর্জন ৬৭ রেটিং পয়েন্ট। চলতি বছর বাংলাদেশের সামনে অনেক টি-টোয়েন্টি রয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাংকিংয়ে সেরা দশে থাকতে হবে টাইগারদের। আইসিসি ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলা নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দশের বাইরে থাকা এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দেশগুলো সরাসরি বাছাই পর্ব খেলবে। বাছাই পর্বে আরও খেলবে আঞ্চলিক পর্যায়ে খেলে আসা ৮টি দল। আঞ্চলিক পর্যায়ের গ্রুপগুলোতে দলের খেলার সূচি নিশ্চিত করেছে আইসিসি। উল্লেখ্য, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরটি ভারতে অনুষ্ঠিত হয়। সেবার ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।

আরো সংবাদ