বিশ্বকাপের সূচী চূড়ান্ত, জেনে নিন - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৪-২৬ ০৩:৩৯:৫৪

বিশ্বকাপের সূচী চূড়ান্ত, জেনে নিন

নিউজ ডেস্ক: ২০১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। কলকাতায় অনুষ্ঠিত আইসিসির সভায় ওই সূচিটি পেশ করেছে চিফ এক্সিকিউটিভ কমিটি। এখন কেবল আনুষ্ঠানিক অনুমদনের পালা।

আগামী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১০টি দল। গ্রুপ পর্বে প্রত্যেক দলই বাকি দলগুলোর বিপক্ষে লড়বে। অর্থাৎ গ্রুপ পর্বে প্রতি দল নয়টি করে ম্যাচ খেলবে। সব মিলিয়ে মোট ৪৮টি ম্যাচ হবে ৪৬ দিনের টুর্নামেন্টে। এরআগে ১৯৯২ বিশ্বকাপে এই ফরম্যাটে খেলা হয়েছিলো।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। নিজেদের প্রথম ম্যাচে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগাররা। ৫ তারিখ একই ভেন্যুতে নিজেদের একমাত্র দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে মাশরাফিবাহিনী। এরপর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ ৮ জুন, কার্ডিফে।

২ জুলাই বার্মিংহামে ভারত এবং ৫ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লর্ডস মাতাবে টাইগাররা।

দুই সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুলাই এবং ১১ জুলাই। ১৪ জুলাই ফাইনালের সাক্ষী হবে ঐতিহাসিক লর্ডস।

এক নজরে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সূচী:

২ জুন, ২০১৯
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, দ্যা ওভাল
৫ জুন, ২০১৯
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, দ্যা ওভাল, দিবারাত্রি
৮ জুন, ২০১৯
বাংলাদেশ বনাম ইংল্যান্ড, কার্ডিফ
১১ জুন, ২০১৯
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ব্রিস্টল
১৭ জুন, ২০১৯
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, টৌনটন
২০ জুন, ২০১৯
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, নটিংহাম
২৪ জুন, ২০১৯
বাংলাদেশ বনাম আফগানিস্তান, সাউদাম্পটন
২ জুলাই, ২০১৯
বাংলাদেশ বনাম ভারত, বার্মিংহাম
৫ জুলাই, ২০১৯
বাংলাদেশ বনাম পাকিস্তান, লর্ডস

আরো সংবাদ