৩০ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৪-২৭ ১৩:৫৬:৪৬

৩০ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী

নিউজ ডেস্ক:সারাদেশে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে রাজধানীতে আবহাওয়াবিদ আবদুর রহমান খান সময় সংবাদকে এ তথ্য জানান। হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হবার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

কৃষকদের জন্য মাঠের ফসল দ্রুত কেটে ফেলার পরামর্শ এ আবহাওয়াবিদের।তিনি বলেন, ‘আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন জায়গায় বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কালবৈশাখী ঝড়ও হবে। বৃষ্টিপাতের পরিমাণ গত কয়েকদিনে য েমনটা হচ্ছে চলতি মাসের বাকি দিনগুলোতে সেটি আরও বেড়ে যেতে পারে।’এছাড়া দেশের নিম্নাঞ্চলগুলোতে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকায় ফসল কাটার উপযোগী হলে তা কেটে ফেলাই ভালো বলে জানান এ আবহাওয়াবিদ।

আরো সংবাদ