দেশবাসীকে রমজানের শুভেচ্ছা খালেদা জিয়ার - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৫-১৭ ১৬:৩৬:৪১

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা খালেদা জিয়ার

কক্সবাজার কন্ঠ ডেস্ক:  পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেলে পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার চার সিনিয়র আইনজীবী সাক্ষাৎ করতে গেলে তাদের কাছে শুভেচ্ছাবার্তা জানান তিনি।সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বিকাল ৪টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। কারাগারে প্রবেশের এক ঘণ্টা পর বেরিয়ে আসেন আইনজীবীরা। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে কারাগার থেকে বেরিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে যেসব মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে  সেগুলোর বিষয়ে আলোচনা করতে আমরা কারাগারে এসেছিলাম। ম্যাডামের সাথে দেখা করে আমরা ওই সব মামলার বিষয়ে বিশদ আলোচনা করেছি। ম্যাডাম শুক্রবার থেকে যে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে সেজন্য দেশবাসীকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসীর কাছে তিনি দোয়াও চেয়েছেন।’খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা খুব খারাপ। তিনি আরর্থাইটিসের ব্যথায় প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন। তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না।’আগামীকাল পয়লা রমজান বেলা ৩টায় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা খালেদা জিয়ার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে জেল গেটে যাবেন।সংগঠন সূত্রে জানা যায়, সব পর্যায়ের নেতাকর্মীরা ইফতার নিয়ে কারাগারের সামনে যাবেন। সাক্ষাৎ না পেলে জেলগেট এলাকায় ইফতার করবেন। এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে রাজধানীর লেডিস ক্লাবে এতিম-আলেমদের সঙ্গে ইফতার করবে বিএনপির সিনিয়র নেতারা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। এরপর আইনজীবীরা অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে করলেন।সর্বশেষ গত ৫ মে সিনিয়র পাঁচ আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজ্জাক খান, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন কারাগারে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরো সংবাদ