তমব্রু সীমান্ত থেকে রোহিঙ্গাদের সরে যেতে ফের মাইকিং - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৫-১৯ ১৩:০৬:০৮

তমব্রু সীমান্ত থেকে রোহিঙ্গাদের সরে যেতে ফের মাইকিং

কক্সবাজার প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তমব্রু সীমান্তের কোনাপাড়ার নো-ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের ফের সরে যেতে বলছে মিয়ানমার সেনাবাহিনী।

১৯ মে সকাল থেকে মাইকিংয়ের মাধ্যমে তারা আবার হুঁশিয়ার করে দিচ্ছে। এর আগে, গত ১ মার্চ মাইকিং করে তমব্রু সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরে যেতে বলেছিলো মিয়ানমার সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, ‘গতকাল শনিবার সকাল থেকে মিয়ানমারের সেনাবাহিনী মাইকিং করে বলছে এটি মিয়ানমারের সীমানা। তোমরা বাংলাদেশের সীমানায় চলে যাও। কিছুক্ষণ পরপর তারা একথা বলছে। এর আগেও তারা একইভাবে মাইকিং করেছিল।’

এ নিয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান বলেন, এর আগেও তারা একইভাবে মাইকিং করে রোহিঙ্গাদের সরে যেতে বলেছিল। কিছুদিন চুপচাপ থাকার পর গতকাল আবার মাইকিং করে একই কথা বলছে। এরপর থেকে সীমান্তে রোহিঙ্গাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, তমব্রু সীমান্তে আশ্রয় নেয়া সাড়ে ৬ হাজার রোহিঙ্গার মধ্যে এখন প্রায় ৪ হাজারের মত রোহিঙ্গা রয়েছে।

 

 

আরো সংবাদ