ভয়েস অব হিউম্যানিটি",স্কুলের উদ্বোধন - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৬-২৪ ১৩:০৩:৫১

ভয়েস অব হিউম্যানিটি”,স্কুলের উদ্বোধন

ইকবাল হোসেন: ভয়েস অব হিউম্যানিটি স্কুলের পথ চলা শুরু।নির্যাতিত রোহিঙ্গা শিশুদের মৌলিক অধিকার সুরক্ষায় ” ভয়েস অব হিউম্যানিটি”,স্কুলের শুভ উদ্বোধন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের লেকচারার এবং ভয়েস অব হিউম্যানিটির প্রতিষ্ঠাতা মো: আবুল হাসান। স্কুলটি কক্সবাজারের উখিয়ার কুতুবপালং ৭নং ক্যাম্পের ই-১ ব্লকে অবস্থিত। শিক্ষা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ তানজিনা জিন্নাত, ভয়েস অব হিউম্যানিটির ডাইরেক্টর শাহাদাত হোসেন,স্কুলের শিক্ষক মো: আব্দুল্লাহসহ অন্যান্যরা। বিশিষ্ট সমাজসেবী,কলামিস্ট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবা সুলতানা শিউলি বলেন ” স্কুলটি নির্যাতিত অসহায় সুবিধা বঞ্চিত রোহিঙ্গা শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি সুন্দর জীবন গঠনে বিশেষ ভূমিকা রাখবে।” তিনি জাতি বর্ণ নির্বিশেষে সকল শিশু যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় তার প্রতি সকলের সুদৃষ্টি কামনা করেন”। উল্লেখ্য ভয়েস অব হিউম্যানিটি গত ৩ সেপ্টেম্বর ২০১৭ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।সংস্থা টি ১২৫০০ রোহিঙ্গাকে ফ্রি ঔষধ সহ চিকিৎসা সেবা প্রদান করে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে,১০,০০০ হাজার নবজাতক শিশুর জন্য দুধ বিতরণ, প্রায় ২২০০০ হাজার রোহিঙ্গা কে বস্ত্র বিতরণ এবং ৫০০০ হাজার রোহিঙ্গা কে একদিনের খাবার বিতরণ করে। বাংলাদেশের প্রতিটি উপজেলায় ১০০ জন অসহায় রোগীকে ফ্রি ডায়ারেটিক চেক আপ,ফ্রি চিকিৎসা সেবা এবং সচেতনতা মূলুক সেমিনার করে যাচ্ছে যা সারাদেশব্যাপী এক দৃষ্টান্ত স্থাপন করে।সংস্থাটির প্রতিষ্ঠাতা আবুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্র থাকাকালীন সময় থেকে অসহায় মানুষের জন্য কাজ যাচ্ছি। মানুষের কষ্টে মন কেঁদে উঠে। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংস্থা প্রতিষ্ঠা করি।ভবিষ্যতে আরো বড় পরিসরে মানুষের সেবায় কাজ করে যাবো বলে অামি অাশাবাদী “। সংস্থা টি বর্তমানে ৪ টি বিভাগে কাজ করে যাচ্ছে। ১) চিলড্রেন প্রোটেকশন ডিপার্টমেন্ট ২) ওমেন প্রোটেকশন ডিপার্টমেন্ট ৩) হেলথ প্রোটেকশন ডিপার্টমেন্ট ৪) এনভায়রনমেন্টাল এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট । এমন তারুণ্যের জয়গান সত্যি আনন্দের। এবং সবার জন্য অনুপ্রেরণা বলে মনে করেন বিশিষ্ট নাগরিক বৃন্দ। জয় হোক তারুণ্যের,জয় হোক মানবতার।

আরো সংবাদ