শিক্ষকদের অনশনে মন গলছে না সরকারের - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৭-০৪ ০০:৫২:৩৩

শিক্ষকদের অনশনে মন গলছে না সরকারের

নিউজ ডেস্ক: নন-এমপিও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কান্নায় মন গলছে না সরকারের। গতকাল মঙ্গলবার আমরণ অনশনের ৮ দিনেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে নন-এমপিও বেসরকারি শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে চলছে এ কর্মসূচি।গতকাল পর্যন্ত অনশনরত ১৬০ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৭০-৮০ জনকে স্যালাইন দিয়ে রাখা রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন শিক্ষকরা। এছাড়া ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবীসহ ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়বৃষ্টি উপেক্ষা করে পলিথিন বিছিয়ে নারী-পুরুষ শিক্ষক-কর্মচারীরা অনশন করছেন।দেশের স্বীকৃতি পাওয়া সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গত ১০ জুন থেকে অবস্থান কর্মসূচি এবং ২৫ জুন থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্যে তারা আশ্বস্ত হতে পারছেন না। এমপিওভুক্তির বিষয়ে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।এদিকে গতকাল শিক্ষকদের একাংশ এমপিও নীতিমালার শর্ত শিথিলপূর্বক স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে স্বাধীনতা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে সংবাদ সম্মেলন করেন তারা।সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী বলেন, নীতিমালার শর্ত শিথিলপূর্বক স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করতে হবে। যোগদানের দিন হতে চাকরির বয়স গণনা করতে হবে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেওয়া হয়।সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। বর্তমানে স্বীকৃতি পাওয়া নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি। সূত্র-দৈনিক আমাদের সময়

আরো সংবাদ