উখিয়ার ডা: মনিন্দ্র লাল মল্লিক আর নেই - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৮-১৬ ১৬:৪১:৪৪

উখিয়ার ডা: মনিন্দ্র লাল মল্লিক আর নেই

সংবাদ বিজ্ঞপ্তি: উখিয়ার রাজাপালং ইউনিয়নের ওয়ালাপালং এলাকার সর্বজন শ্রদ্ধেয় ডা: মনিন্দ্র লাল মল্লিক আর নেই। ১৫ আগস্ট দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করে। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে যান। ১৫ আগস্ট রাতেই তাকে উখিয়ার কেন্দ্রিয় মহাশ্মশানে সমাহিত করা হয়। মৃত্যুর পর তাকে শেষ বারের মতো দেখতে ছুটে যায় ধর্ম, বর্ণ নির্বিশেষে নানা সম্প্রদায়ের হাজারো মানুষ। ডা: মনিন্দ্র লাল মল্লিককে সাধারণ লোকজন চিনতেন মনু ডাক্তার বলে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। জীবনের অধিকাংশ সময় তিনি নিজেকে মানুষের সেবায় সপেছেন। সাধারণ মানুষের বিপদে যেকোন সময় তিনি ছুটে যেতেন প্রত্যন্ত অঞ্চলে। তিনি উখিয়া টেকনাফ ছাড়াও মিয়ানমারের আকিয়াব জেলার মংডু, বলিবাজার, নাপ্পুরা, বুচিদং, নাইচাদংসহ রাখাইনের বিভিন্ন স্থানে ডাক্তারি করেছেন ৬০ বছরেরও অধিক সময় ধরে। মুুক্তিযুদ্ধ চলাকালে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়েছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরও। ১৯৫২ সালে ম্যাট্রিকুলেশন পাশ করা হাতে গোনা কয়েকজনের মধ্যে তিনি ছিলেন একজন।জীবনের প্রথম দিকে নিজেকে শিক্ষকতা পেশায় নিযুক্ত করলেও পরে যুক্ত হন ডাক্তারী পেশায়। ১৯৫৫ সালে তিনি ডাক্তারী পেশায় যুক্ত হন। ২০১৩ সালের শেষ দিকে তিনি বার্ধক্যজনিত কারণে ডাক্তারি পেশা ছেড়ে দেন। এক সময় ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ভালোবাসা ছিল নাট্যচর্চ্চার প্রতি। তিনি ইশাখা’, ‘টিপু সুলতান’, সিরাজদৌলা’র মত ঐতিহাসিক মঞ্চ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

আরো সংবাদ