পর্যটনে অপার সম্ভাবনা কুতুবদিয়া রচনা প্রতিযোগিতা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৮-২১ ১৫:৩৪:০১

পর্যটনে অপার সম্ভাবনা কুতুবদিয়া রচনা প্রতিযোগিতা

সংবাদ বিজ্ঞপ্তি: পর্যটনে অপার সম্ভাবনা কুতুবদিয়া উপজেলা শিরোনামে সবার জন্য উন্মক্ত এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানের মাধ্যমে সম্মানজনক পুরষ্কার প্রদান করা হবে। আপনারা নিশ্চিয় অবগত আছেন সম্প্রতি অপূর্ব সুন্দর লীলা ভূমি কুতুবদিয়া দ্বীপটিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সু-নজর পড়েছে। ইতোমধ্যে পর্যটন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরির্দশন করে পর্যটন কর্পোরেশন। এ উপজেলা নিয়ে বর্তমান সরকার পর্যটন উন্নয়নে মহা পরিকল্পনা হাতে নিয়েছে এবং উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তাই আপনাদের লেখনির মাধ্যমে উন্নয়ন বঞ্চিত কুতুবদিয়াকে তুলে ধরতে হবে। এদিকে উন্নয়নের পর্যটন নগরী হিসেবে কুতুবদিয়াকে গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। যেমন কুতুবদিয়া দ্বীপের ঐতিহাসিক বাতিঘর, দেশের সর্ব বৃহৎ বায়ুবিদ্যুৎ পাইলট প্রকল্প, কুতুব আউলিয়ার মাজার, কুতুব শরীফ দরবার ও নান্দিনক সমূদ্র সৈকতসহ উপজেলা সদরে ইউএনও’র সৌন্দর্য বর্ধন প্রকল্প সিটিজেন পার্ক, আলোকময় লাইটিং,শহীদ মিনার চত্বরে বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ বটতলাসহ বিভিন্ন দর্শনীয় স্থান কুতুবদিয়াতেই রয়েছে।
রচনা পাঠানোর ঠিকানা: coxsbazarkontho@gmail.com
পাঠানোর শেষ তারিখ : ৫ সেপ্টেম্বর/২০১৮। উক্ত রচনা প্রতিযোগিতার আয়োজক হচ্ছেন- আবু রাশেদ কুতুবী।

 

আরো সংবাদ