সারা দেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৯-১২ ০৫:৫৭:৩৪

সারা দেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক:ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, নেত্রকোনা, নীলফামারী, লালমনিরহাট ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে ১০টা ২৫ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরবঙ্গ ও কলকাতায়। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার থেকে শুরু করে মালদহ মুর্শিদাবাদেও।

এর আগে গত ৭ জানুয়ারী ভারত-মিয়ানমার সীমান্তের কাছে ভারতের মণিপুর রাজ্যে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল রাজ্যটির ১০০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়েও। সকালে  সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে আইএলও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

আরো সংবাদ