টেকনাফে এনাম বাহিনীর গুলিতে রক্ষা পেলেন নুর মোহাম্মদ! - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৯-১৬ ১৪:৩২:৪৩

টেকনাফে এনাম বাহিনীর গুলিতে রক্ষা পেলেন নুর মোহাম্মদ!

বিশেষ প্রতিবেদক :  টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার ত্রাস এনাম বাহিনীর গুলিবর্ষণ থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নুর মোহাম্মদ নামে এক লবণ ব্যবসায়ী। এ ব্যাপারে টেকনাফ থানায় লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।গতকাল শনিবার বিকালে এনাম বাহিনীর আস্তানা হিসাবে পরিচিত চকবাজার এলাকায় নুর মোহাম্মদকে লক্ষ্য করে  গুলিবর্ষনের এই ঘটনা ঘটে। থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে টেকনাফ নাজির পাড়া এলাকার এনাম বাহিনীর প্রধান এনামসহ তার ভাইদের সাথে একই এলাকার নুর মোহাম্মদদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত আগস্ট মাসের শেষের দিকে নুর মোহাম্মদের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবী করে সন্ত্রাসীরা। চাঁদা না দেয়ায় প্রাণনাশের উদ্দেশ্যে নুর মোহাম্মদের বসত বাড়িতে স্বশস্ত্র হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে এনামের নেতৃত্বে সন্ত্রাসীরা। এব্যাপারে টেকনাফ থানায় লিখিত ডাইরী করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে নুর মোহাম্মদ তার মা’কে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে চকবাজার এলাকায় এনাম বাহিনীর এনামের নেতৃত্বে সড়কের উপর অটোরিক্সার গতিরোধ করে সন্ত্রাসীরা। এসময় শাহাব উদ্দিন প্রকাশ সাফু নুর মোহাম্মদকে লক্ষ করে আগ্নেয়াস্ত্র বের করে দুই রাউন্ড গুলিবর্ষন করে। কিন্তু অল্পের জন্য নুর মোহাম্মদ ও তার মা প্রাণে রক্ষা পায়। এ ঘটনায় পুরো নাজির পাড়া এলাকায় আতংক নেমে আসে। রাতে ঘটনার শিকার নুর মোহাম্মদ বাদী হয়ে নাজির পাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার পুত্র এনামুল হক প্রকাশ এনাম মেম্বার তার ভাই শাহাব উদ্দিন প্রকাশ সাফু, নুরুল হক, সিরাজুল হক প্রকাশ চান মিয়া, মো: ইউনুচের ছেলে নুরুল আমিন ও আব্দুল আমিন, মো: ইউছুপের ছেলে নুর আহমদ প্রকাশ বশর, মৃত রফিক আহমদের ছেলে আসাদুজ্জামান শহিদকে আসামী করে টেকনাফ থানায় অভিযোগ প্রদান করা হয়েছে। লিখিত অভিযোগে তিনি আরো জানান, উক্ত এনাম, সাফুসহ হামলাকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক, মানব পাচার, ভুমিদস্যূতা সহ অন্যান্য অভিযোগে ডজনের মত মামলা রয়েছে।

আরো সংবাদ