ছুটি নিলেন সৈয়দ আশরাফ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৯-১৯ ০৩:০১:২২

ছুটি নিলেন সৈয়দ আশরাফ

ছবি ফাইল ফটো

 নিউজ ডেস্ক: থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন মন্ত্রী ও সরকার দলের সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ছুটি নিয়েছেন। গুরুতর অসুস্থ থাকায় জাতীয় সংসদ থেকে ৯০ কার্যদিবস ছুটি নিয়েছেন তিনি। মঙ্গলবার থেকে তার এই ছুটি কার্যকর হয়েছে। সৈয়দ আশরাফের পক্ষে জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ ছুটির আবেদন করেন। পরে সংসদ সদস্যদের ভোটে তা মঞ্জুর করা হয়।জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সৈয়দ আশরাফুল ইসলামের ছুটির আবেদনটি পড়ে শুনান। পর তা হ্যাঁ/না ভোটে দিলে হ্যাঁ ভোট জয়ী হয়। স্পিকার বলেন, সংসদ কার্যপ্রণালী বিধির ১৭৯ এর ২ বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্যের অনুপস্থিতির ছুটি মঞ্জুরের আবেদন পাস করে শুনানিসহ বিতর্ক ব্যতিরেকে ভোটে দেয়ার বিধান রয়েছে। অতীতের রেওয়াজ পর্যালোচনা করে দেখা যায় যে, প্রথম জাতীয় সংসদের ২১.১.১৯৭৪, ১৩.৬.১৯৭৪, ২৬.৬.১৯৭৫ এবং নবম জাতীয় সংসদের ১৮.৩.২০১২ ও ৫.৬.২০১৩ তারিখে সংসদের বৈঠকে কয়েকজন সদস্যের অনুরূপ ছুটির নজির রয়েছে। ছুটির আবেদনপত্রে উল্লেখ করা হয়, আশরাফুল ইসলাম বর্তমানে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় সংসদ অধিবেশনে যোগদান করতে পারছেন না তিনি। সোমবার তার শরীরে একটি অস্ত্রোপচার করা হয়েছে বলে আবেদন পত্রে উল্লেখ করা হয়।

আরো সংবাদ