উন্নয়ন মেলা উপলক্ষে সৈকতে অনুষ্ঠিত হলো কনসার্ট - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৯-২৩ ১২:৩৮:৩৫

উন্নয়ন মেলা উপলক্ষে সৈকতে অনুষ্ঠিত হলো কনসার্ট

কক্সবাজার: “উন্নয়নের অগ্রযাত্রায়, অদম্য বাংলাদেশ” এই শ্লোগানে আগামী ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৩দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। এ উপলক্ষে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে জেলা প্রশাসনের উম্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে জমকালো জাতীয় উন্নয়ন কনসার্ট।
মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কনর্সাটের উদ্বোধন করেন। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কনর্সাটে সরকারের গত ১০ বছরের উন্নয়নের চিত্র বক্তাদের বক্তব্যেও সুরে সুরে তুলে ধরা হয়। কনর্সাটের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ আশেক উল্লাহ্ রফিক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল (অবঃ) ফোরকান আহমদ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহিদুর রহমানসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর কক্সবাজার শহরের উত্তর বাহারছরা গোল চক্কর মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

আরো সংবাদ