কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৯-২৭ ১৩:২৮:৪৩

কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

জসিম সিদ্দিকী, কক্সবাজার :পর্যটন শিল্প বিকাশে তথ্য প্রযুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। ২৭ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এক পর্যটন র‌্যালির আয়োজন করা হয়। উক্ত র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কলাতলি মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (পর্যটন সেল) এস এম সরওয়ার কামালসহ বীচ ম্যানেজম্যান্ট কমিটি কর্মকর্তারা। র‌্যালী শেষে কক্সবাজার লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, কক্সবাজারকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, টেকনাফের সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, জালিয়ার দ্বীপে ইকো পার্ক, সোনাদিয়ায় ইকো টুরিজম পার্ক স্থাপনসহ নানা প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্প শেষ হলে কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন দিগন্তের সূচনা হবে। পরে সৈকতে বেড়াতে আসা কিছু সংখ্যক পর্যটকদের ফুল দিয়ে বরণ করা হয়।

আরো সংবাদ