ঝুঁকিভাতা নয় 'বিশেষভাতা' পাবেন পুলিশ ইন্সপেক্টররা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৯-২৮ ০৫:৪৯:১৯

ঝুঁকিভাতা নয় ‘বিশেষভাতা’ পাবেন পুলিশ ইন্সপেক্টররা

'বিশেষভাতা' পাবেন পুলিশ ইন্সপেক্টররা
নিউজ ডেস্ক: পুলিশের পরিদর্শকরা (ইন্সপেক্টর) ঝুঁকিভাতার পরিবর্তে বছরে একবার তাদের মূল বেতনের সমপরিমাণ ‘বিশেষভাতা’ পাবেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। এ ভাতা ২০১৭-২০১৮ অর্থবছর থেকে কার্যকর হবে।অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তিনটি শর্ত দিয়ে বিশেষভাতা প্রদানে সম্মতি দেয়া হয়।

এতে বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা বিধানে পুলিশ বিভাগে কর্মরত ইন্সপেক্টরদের কর্মক্ষেত্রে ঝুঁকির বিষয়টি বিবেচনাপূর্বক ‘ঝুঁকিভাতা’র পরিবর্তে তাদের অনুকূলে শর্তসাপেক্ষে বিশেষভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হল- তারা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ‘বিশেষভাতা’হিসেবে প্রতি অর্থবছরের শেষ মাসে একবারই পাবেন। এ বিশেষভাতা ২০১৭-২০১৮ অর্থবছর থেকে কার্যকর হবে। প্রসঙ্গত, বর্তমানে পুলিশের ইন্সপেক্টরের মঞ্জুরি করা ছয় হাজার ৮৬৭টি পদের মধ্যে কর্মরত রয়েছেন পাঁচ হাজার ৮৪৮ জন। এর মধ্যে ইন্সপেক্টর (নিরস্ত্র) চার হাজার ৮৬৭টি পদের মধ্যে কর্মরত রয়েছেন চার হাজার ২৮২ জন। আর ইন্সপেক্টরের (সশস্ত্র) ৯০৮টি পদের বিপরীতে রয়েছেন ৬০১ জন। ইন্সপেক্টর (যানবাহন)-এর মঞ্জুরি করা ৯৭৩টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ৯৬৫ জন।

আরো সংবাদ