কক্সবাজারের পেশকারপাড়ায় অস্ত্র ঠেকিয়ে মাছ লুট - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-১০-০৬ ০৮:৪২:২১

কক্সবাজারের পেশকারপাড়ায় অস্ত্র ঠেকিয়ে মাছ লুট

কক্সবাজার:শহরের পেশকারপাড়ায় গভীর রাতে এক চিংড়ি প্রজক্টে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতদল অস্ত্রের মুখে চিংড়ি প্রজক্টের মালিক ও শ্রমিকদের জিম্মি করে কয়েক লাখ টাকার চিংড়ি ও জালসহ আসবাবপত্র লুট করে। ৭ অক্টোবর ভোর রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। চিংড়ি প্রজেক্ট মালিক ইব্রাহিম জানান, গতকাল রাত ১টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত চিংড়ি ঘেরে হানা দেয়। এসময় কিছু বুঝে উঠার আগেই অস্ত্রের মুখে জিম্মি করে মাঠিতে বসিয়ে রাখে তাদেরকে। এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে আত্মীয় স্বজনদের খবর দেয়ার চেষ্টা করা হলে ফাঁকা গুলি বর্ষণ করে মোবাইল কেড়ে নেয়। এভাবে ৮/৯ জন ডাকাত তাদেরকে জিম্মি করে ভোর সাড়ে ৩টা পর্যন্ত মাছ লুট করে চলে যায়।
তবে আরেক চিংড়ি প্রজেক্ট মালিক দেলোয়ার জানান, মাছ লুটের পাশাপাশি ডাকাতরা ঘেরের জাল ও আসবাবপত্রও নিয়ে গেছে। তাদের মধ্যে কয়েকজন পাশবর্তী লোককে সনাক্ত করা গেছে। চিংড়ি প্রজেক্ট মালিকের মতে, স্থানীয় মিন্টু, কামাল, আবুল কালাম, ইমন ও আজিজসহ অজ্ঞাত আরো ১০/১২ জনের একটি গ্রুপ ২/৩ ঘন্টা ধরে অস্ত্রের মুখে জিম্মি করে মাছের ঘেরে লুটপাট চালিয়ে অন্তত লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। পাশাপাশি জাল এবং আসবাবপত্র নিয়ে যায়। কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, চিংড়ি প্রজক্টে ডাকাতির ঘটনার কোন লিখিত অভিযোগ পাইনি। যদি কেউ অভিযোগ করে তাহলে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ