টেকনাফে বিএনপি’র ৩৫৬ নেতাকর্মীকে আসামী করে মামলা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-১১-১২ ১২:২৬:০৪

টেকনাফে বিএনপি’র ৩৫৬ নেতাকর্মীকে আসামী করে মামলা

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলা বিএনপি’র ৩৫৬ জন নেতাকর্মীকে আসামী করে টেকনাফ মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। টেকনাফ মডেল থানার এসআই মো. রাজু আহমদ গাজী বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫ঘ ও ২০০০ সালের সংশোধিত বিস্ফোরক আইনের ৩ (ক) ধারায় দায়ের করা জিআর ৬৮৫/১০১৮ নং মামলায় ৬০ জনকে এজাহারভূক্ত আসামী ও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এজাহারভূক্ত আাসামীদের মধ্যে টেকনাফ উপজেলা বিএনপি’র সভাপতি জাফর আলম মেম্বার, হৃীলা ইউনিয়ন বিএনপি (দক্ষিণ) শাখার সভাপতি আবছার কামাল, শামশুল হক, সিরাজ উদ্দিন, রশিদ আহামদ, রবি আলম, মফিজুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, শাজাহাজান, নরুল কবির, কালা বাহাদুর, মোহাম্মদ ইসমাইল সহ ৬০ জন। এই মামলায় টেকনাফ হৃীলা উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে ৯ নভেম্বর রাত ১০ টা ১৫ মিনিটে নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
অপরদিকে, টেকনাফ মডেল থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে একই ধারায় দায়ের করা ৬৮৬ নং মামলায় ৪৬ জনকে এজাহারভূক্ত আসামী ও ১৫০ জনকে অজ্ঞাতনামা আাসামী করা হয়েছে। এজাহারভুক্ত আসামীরা হলেন, টেকনাফ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক রাশেদুল করিম মার্কিন, আবুল কাশেম, মৌলভী গফুর, মৌলভী করিম, শরীফ, জব্বার, আবুল মন্জুর, মোহাম্মদ আলী, নুরুল ইসলাম, কামাল, শাকেরসহ ৪৬ জন। এই মামলায় টেকনাফ উপজেলার সাবরাং সিকদার পাড়া বাজারের পশ্চিম পার্শ্বে ৯ নভেম্বর রাত ১০ টায় নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। তবে উভয় মামলায় কোন আসামী এ রিপোর্ট পাওয়া পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ উল্লেখিত মামলা দু’টি দায়েরের বিষয় নিশ্চিত করেছেন।

আরো সংবাদ