বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-১২-১১ ২০:১৮:০৫

বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজারে ১০ ডিসেম্বর ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা ও সদর উপজেলার যৌথ উদ্যোগে সকাল ১০টায় কোর্ট চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালী শেষ হয়ে মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক এর সভাপতিত্বে জেলা সিঃ যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি এস.এম.সরওয়ার কামাল অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা কক্সবাজার, কক্সবাজার জেলা সহকারী পুলিশ সুপার মোঃ যিয়াদ, নারী নির্যাতন দমন ট্রাইবুনালের এপিপি সাকি-এ কাউছার, সভায় বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশনের জেলা সহ-সভাপতি হামিদা তাহের, আয়েশা সিরাজ, যুগ্ম-সম্পাদক নুরুল কবির হেলাল, রাশেদুল হক চৌধুরী, নয়ন সেলিনা, কক্সবাজার পৌরসভা নারী কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর ইয়াসমিন আক্তার, মম আহমেদ, মোঃ জাহেদুল ইসলাম ফরহাদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে- সাংবাদিক শাহাদাৎ হোসেন, মোঃ ইসমাইল সাজ্জাদ, প্রভাষক তসলিমা আক্তার রোমানা, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা ইসলাম লিপি, শামীমা সুলতানা হীরা, সমাজ কল্যাণ সম্পাদক নুর আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হোসেন সোহেল, উখিংচ চৌধুরী, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ শফিক, সাংস্কৃতিক সম্পাদক মালাউ, সদর উপজেলা যুগ্ম-সম্পাদক তাজমির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবছার প্রমুখ।

আরো সংবাদ