কক্সবাজারকে সন্ত্রাস, ছিনতাই ও মাদকমুক্ত করা হবে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০১-১৫ ১২:০৯:০৯

কক্সবাজারকে সন্ত্রাস, ছিনতাই ও মাদকমুক্ত করা হবে

তারেকুল ইসলাম: ব্যবসায়ীদের উদ্দেশ্যে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেছেন, কক্সবাজার শহরকে সন্ত্রাস, ছিনতাই, মাদকমুক্ত করা হবে। ইয়াবা ব্যবসায়ীসহ সব অপরাধীদের তথ্য দিন। কক্সবাজার শহরে তাদের ঠাঁই হবেনা। ব্যবসার আড়ালে যাতে কেউ অপরাধে না জড়ায় সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
কক্সবাজার পৌরসভার বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন খন্দকার। ১৫ জানুয়ারি সকালে কক্সবাজার শহরের বার্মিজ মার্কেটস্থ কাদের শপিং সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় সদরের ওসি বলেন, অপরাধী শনাক্তকরণে শহরের প্রতিটি সড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে। কক্সবাজার শহরকে সন্ত্রাস, ছিনতাই, মাদকমুক্ত করা হবে। কোন অপরাধী ছাড় পাবে না। ব্যবসায়ীদের যে কোন প্রয়োজনে আমাদের সহযোগিতার হাত সর্বদা প্রসারিত থাকবে। এ জন্য সবার সহযোগিতা ও আন্তরিকতা দরকার মনে করেন ওসি।
ব্যবসায়ীদের এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বনিক, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল ও কাদের শপিং সেন্টারের সত্ত্বাধিকারী মাওলানা মামুনুর রহমান। উক্ত সম্মেলনে সমিতির সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ