জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে ‘বিজয় উৎসব’ করছে আ.লীগ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০১-১৯ ১২:১১:০৯

জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে ‘বিজয় উৎসব’ করছে আ.লীগ

নৈতিক পরাজয় ঢাকতে ও জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে আওয়ামী লীগ বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনে গণতন্ত্রের পরাজয় হয়েছে এবং সবচেয়ে বড় পরাজয় হয়েছে আওয়ামী লীগের। ’ঐক্যফ্রন্ট বা ২০ দল নিয়ে নিজেদের মধ্যে কোনো টানাপোড়েন নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।এর আগে সকাল ১০টার কিছু সময় পরে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিজয় সমাবেশ করছে আওয়ামী লীগ। দুপুর আড়াইটায় অনুষ্ঠান শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানা তৃতীয়বারের মতো বড় জয়ের পর এই প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি, তাই একে জনসমুদ্রে রূপ দিতে চায় দলটি। গতানুগতিক সমাবেশের বাইরে উৎসবের আবহে উদ্যাপন করতে চায় এ ‘বিজয় উৎসব’। ইতিমধ্যে এটাকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতিও শেষ করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

আরো সংবাদ