পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০২-০১ ১৬:০০:০০

পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

সংবাদদাতা: “চাই নির্মল সৈকত ও সাগরের কক্সবাজার”শীর্ষক এক আলোচনা সভা কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলেন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। শুক্রবার ১ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ নিয়ামুল নাসের, প্রধান আলোচক ছিলেন-বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডাঃ আবদুল মতিন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রীন ভয়েসের যৌথ উদ্যোগে ও কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন-কক্সবাজারে পর্যটনের চাপে জীব বৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর যাতে কোন ক্ষতি নাহয় সেদিকে ভালভাবে খেয়াল রাখতে হবে। সভায় নির্মল প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
একইদিন বিকেলে যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি কক্সবাজার সমুদ্র সৈকতে জাতীয় ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন। বর্নাঢ্য এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল উপস্থিত ছিলেন।

আরো সংবাদ