সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১ রোহিঙ্গা উদ্ধার : ২ দালাল আটক - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০২-০৮ ১২:৩৫:৩১

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১ রোহিঙ্গা উদ্ধার : ২ দালাল আটক


মোহাম্মদ শফিক: কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ ও শীলখালী পয়েন্ট দিয়ে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। এসময় ২ জন দালালকে আটক করা হয়। ৮ ফেব্রুয়ারি ভোরে শাহপরীরদ্বীপ ও শীলখালী এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি। আটককৃত দালালরা হলো, টেকনাফের জাহাজাপুরা এলাকার মহিবুল্লাহ এবং দমদমিয়ার মো: হুমায়ুন।

বিজিবি টেকনাফস্থ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আছাদুদ-জামান চৌধুরী জানান, টেকনাফের শাহপরীরদ্বীপ ও শীলখালী পয়েন্ট দিয়ে সাগর পথে মালয়েশিয়া পাচারের সংবাদ পেয়ে আভিযান চালায় বিজবি। এসময় টেকনাফের শাহপরীরদ্বীপ গোলারচর এলাকা থেকে ১৩ জন রোহিঙ্গাকে উদ্ধার ও ১ জন দালালকে আটক করা হয়। অপর অভিযানে শীলখালীর নোয়াখালীয়া পাড়া পয়েন্ট থেকে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার ও ১জন দালালকে আটক করা হয়েছে। উদ্ধার ৩১ জন রোহিঙ্গার মধ্যে ৭ জন পুরুষ, ১৭ জন নারী এবং ৭ জন শিশু। উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানো হবে। আটক দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আটক রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে দালালদের মোটা অংকের টাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল।

আরো সংবাদ