ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে কর্মশালা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০২-১২ ১২:৫১:৩৯

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে কর্মশালা


জসিম সিদ্দিকী, কক্সবাজার : ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে “ সামাজিক আন্দোলনে ধর্মীয় নেতাদের স্থানীয় জনগোষ্ঠীর সাথে সম্পৃক্তকরণ” বিষয়ক কর্মশালা। ১২ ফেব্রুয়ারি সকালে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে ইউনিসেফের সহযোগীতায় আয়োজিত দুদিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল। পরে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম। ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফ হোসেন, ইউনিসেফের কক্সবাজার প্রধান জিন ম্যাটেনির, নেহা কপিলসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক, ইমাম সমিতির নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে স্থানীয়দের পাশাপাশি ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ