মহেশখালীতে মালয়েশিয়া পাচারকালে ৩১ রোহিঙ্গা উদ্ধার - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০২-১৪ ০৬:১৪:৫০

মহেশখালীতে মালয়েশিয়া পাচারকালে ৩১ রোহিঙ্গা উদ্ধার


কাইছার হামিদ, মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে সাগরপথে মালয়েশিয়াগামী ৩১ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তারা দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য উখিয়া উপজেলার কুতুপালংসহ বিভিন্ন ক্যাম্প থেকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে গিয়ে বোটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। মহেশখালী থানার একদল পুলিশ ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোনাদিয়া এলাকায় অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সোনাদিয়ার মকচরের সামনের প্যারাবন থেকে ৩১ রোহিঙ্গাকে উদ্ধার করে।
মহেশখালী থানার ওসি (তদন্ত) শফিউল আলম চৌধুরী জানান, একটি সংঘবদ্ধচক্র সমুদ্র পথে অবৈধভাবে মালয়শিয়া পাচারের জন্য এসব লোক জড়ো করেছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সোনাদিয়ার মকচরের মাজারের সামনের প্যারাবন থেকে ৩১ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ১৪ জন নারী ও ৬ শিশু রয়েছে। তবে পাচারকারীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান শফিউল আলম।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। মহেশখালীর কিছু দালাল এসব রোহিঙ্গাকে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে সংগ্রহ করেছিল।

আরো সংবাদ