উখিয়ায় রিকের কর্মীকে ধর্ষণের চেষ্টা, প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০২-১৯ ১৭:৫৮:০৬

উখিয়ায় রিকের কর্মীকে ধর্ষণের চেষ্টা, প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক: উখিয়ায় উপজাতীয় এক এনজিওকর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী উপজাতি নারী ধর্ষণের চেষ্টাকারী রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) সলিম উল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগি এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
এ উপজেলার রতœাপালং ইউনিয়নের বিশ্ব খাদ্য সংস্থার অর্থায়নে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) ইএফএসএন প্রকল্পের অফিসের উপজেলা ট্রেনিং অ্যান্ড মনিটরিং অফিসার সলিম উল্লাহর বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। ওই নারী এনজিও কর্মী জানিয়েছেন, রিকের ঊর্ধ্বতন কর্মকর্তা সলিম উল্লাহ গত ২ মাস ধরে উখিয়ার কোটবাজার ঝাউতলা রোডের (গুলশান ভিলায়) একাধিকবার ধর্ষণের চেষ্টা করে। চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে রিক কর্মকর্তা তাকে অফিসে একা পেলে একাধিকবার ধর্ষণের চেষ্টা চালায়। চাকরি হারানোর ভয়ে এতদিন ওই নারী সব নিরবে সহ্য করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে রিক কর্মকর্তা সলিম উল্লাহ আচরণ ভয়ংকর আকার ধারণ করেছে। এ বিষয়ে ১৭ ফেব্রুয়ারি উখিয়া থানায় তিনি ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযোগ করেছেন। তবে অভিযুক্ত সলিম উল্লাহ বলেন, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সত্য কি মিথ্যা তা আইনিভাবে মোকাবেলা করে প্রমাণ করা হবে।

আরো সংবাদ