সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০২-২৬ ১৩:৪০:৪৩

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছয়টি পর্যটকবাহী জাহাজ ছেড়ে গেছে। এর আগে বৈরী আবহাওয়ার কারণে জাহাজ না যাওয়ায় অনেক পর্যটক সেন্টমার্টিনে আটকা পড়ে। ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় টেকনাফ উপজেলা প্রশাসনের অনুমতিতে এ সব জাহাজ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ছেড়ে যাওয়া জাহাজের মধ্যে, এমভি গ্রিনলাইন-১, এমভি আটলান্টিক ক্রুজ, বে-ক্রুজ, কেয়ারি ক্রুজ, কেয়ারি সিন্দাবাদ ও এলসিটি কাজল।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, আবহাওয়া পরিস্থিতি ভাল হওয়ায় সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এর ফলে দ্বীপে আটকা পড়া পর্যটকদের জাহাজে করে ফেরত আনার ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য যে, ২৫ ফেব্রুয়ারি পর্যটকবাহী সাতটি জাহাজে তিন হাজার পর্যটক সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দিলে বৈরী আবহাওয়ায় নাফ নদের মাঝপথ থেকে ফিরে আসে। ফলে কোন জাহাজ সেন্টমার্টিন যেতে পারেনি। এতে এর আগে ভ্রমণে যাওয়া পর্যটকরা দ্বীপে আটকা পড়ে।

আরো সংবাদ