আর্থিক অনুদানের চেক বিতরণ - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০২-২৬ ১৩:৪৪:১৪

আর্থিক অনুদানের চেক বিতরণ


জসিম সিদ্দিকী” কক্সবাজারে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ প্রদত্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, গরীব রোগীদের চিকিৎসা সহায়তা,মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা-সহায়তা বাবদ ২২০ জনের মাঝে ৮ লাখ ৮৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার ফলে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানীসহ অসহায়দের মাঝে বয়স্কভাতা,বিধবাভাতাসহ সংশ্লিষ্ট সকল ভাতার পরিমাণ এখন বৃদ্ধি পেয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক প্রীতম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সমাজসেবা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার কানন পালসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ৯ জন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৩ হাজার টাকা, ১২৯ জন গরীব রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা ৬ লক্ষ ২৯ হাজার টাকা, মেধাবী ৪১জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ৬১ হাজার টাকা এবং ৪১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বাবদ ১ লক্ষ ৬৪ হাজার টাকাসহ সর্বমোট ২২০ জনের মাঝে ৮ লাখ ৮৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

আরো সংবাদ