কক্সবাজার রেললাইন প্রকল্প বাস্তবায়িত হলে বৈপ্লবিক পরিবর্তন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০২-২৮ ১৩:৩৭:৪৬

কক্সবাজার রেললাইন প্রকল্প বাস্তবায়িত হলে বৈপ্লবিক পরিবর্তন


জসিম সিদ্দিকী, কক্সবাজার:রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এম পি বলেছেন, দোহাজারি থেকে কক্সবাজার রেললাইন প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশীয় অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এ ছাড়া পর্যটন রাজধানী কক্সবাজারের নান্দনিক সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি বদলে যাবে চট্টগ্রাম-কক্সবাজারের অর্থনৈতিক কর্মকান্ডসহ সামগ্রিক চিত্র। ২৮ ফেব্রুয়ারি সকালে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে রেলওয়ের উর্ধ্বতন ও স্থানীয় বন বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেলওয়ের মহা পরিচালক কাজী মো: রফিকুল আলম, প্রকল্প পরিচালক মফিজুর রহমান বক্তব্য রাখেন। এ সময় সহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে দোহাজারী-কক্সবাজার-রামু-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পের কক্সবাজার-রামু অংশের কাজ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী।

আরো সংবাদ